Prothom Premer Gaan Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ে কথা যায়না ভোলা
যে স্মৃতি যায়না মোছা -(2)
যার জন্য সারাজীবন
থাকে পিছুটান
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান ,
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান
কে প্রথম চোখে চোখে চোখ রেখেছিল ,
কে প্রথম ভালোবাসি
মুখে বলেছিল
কে প্রথম কথায় কথায় করতো অভিমান
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান
কে প্রথম অধিকারে হাতটি ধরেছিল ,
কে প্রথম পাশাপাশি পথ চলেছিল
কে প্রথম লিখেছিল - প্রেমের উপাখ্যান
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান ,
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান
রাত হলে কে অভিযোগের নামতা পড়াতো ,
কাকে ভেবে সকাল থেকে সন্ধ্যা গড়াতো
বিয়ে বিয়ে বলে কে যে - করতো পেরেশান
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান ,
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান
আজ আমার প্রথম প্রেম কোথায় হারালো ,
কার আকাশের চন্দ্র হইয়া ঘর করে আলো
তারে ভেবে আজও আমার কাঁদে বোবা প্রাণ
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান ,
আজ আমি গাইছি আমার
প্রথম প্রেমের গান