Ore Pagol Mon (Form দরদ) ft. Konal Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
hey yoo this is for Shakibian from all of the world
ঢাকা থেকে দুবাই জমাইদে পৃথিবী পুরা
উড়ু উরু মনটা আমার
মাতাল হাওয়ায় আজ বেসামাল
উড়ু উরু মনটা আমার
মাতাল হাওয়ায় আজ বেসামাল
তোর বুকেতে মারবো প্রেমের বল
তুই পালাবি আমায় ছেড়ে
কাছে আদর করে
পাগল দিলে মারলা হিস্কা টান
ভালোবাসা বড়ই মিঠা যদি জইমা যায়
দুই পাগলের হট কানেকশন
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
দেখো দেখো দুলুমিয়ার হবে এন্ট্রি
জমে যাবে পুরা পার্টি
ডিজে ভাইয়া সাউন্ড টা বাড়াইয়া দে
দুলুমিয়া পুরায়া জমাইয়া দে
দেখো দুলু মিয়া আসতেছে
সবাই ধুমায় নাচতেছে
Twinkle Twinkle Little Star dulu Mia Megastar
ঘুরমু বিদেশ চড়মু গাড়ি।
পরমু কাপড় রং বাহারী
পরান খুইলা নাচে আমার জান
মনটা আমার তুলা ধুনা
প্রেমের আগুণ মরছে ফনা
তোর পিরিতে জীবন টা খান খান.
প্রেমের মজা বড় মজা যদি মিলে যায়
দুই পাগলের উথাল পাথাল মন
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
ওরে পাগল মন
দুই পাগলে হয় যে রে মিলন
one of the Megastar hey hey
Dulu Mia Megastar hey hey