![Tui Jodi Chinti Amay Poraner Pakhi (From Poraner Pakhi)](https://source.boomplaymusic.com/group10/M00/12/11/2ada622d46b148debc35b207bab84d0fH3000W3000_464_464.jpg)
Tui Jodi Chinti Amay Poraner Pakhi (From Poraner Pakhi) Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভালো যদি বাসতি আমায়
দেখতিস কি আদরে রাখি
তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ নাই
আমি তোকে আমার সারা জনম দিতে চাই
তুই যদি পরান আমার রাখিতিস বাঁধি
তোর লিখে দিতাম আমার এ দুটি আখি
আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে
আমার এ জীবনটা চলে তোর অনুসারে
তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি