Tor Aashiqui (From Aashiqui) Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
তোর ইশারাতে মন হারাতে ছুঁতে চায়
পেরিয়ে সব সীমানা।
আজ ভেবে দেখ যদি হতো এক
কোনো দিন তোর আমার ঠিকানা।
তোর ইশারাতে মন হারাতে ছুঁতে চায়
পেরিয়ে সব সীমানা।
আজ ভেবে দেখ যদি হতো এক
কোনো দিন তোর আমার ঠিকানা।
তোর আশিকি পাগল করেছে আমায়
তোর আশিকি বেধর মেরেছে আমায়।
তোর আশিকি ও ও তোর আশিকি
তোর আশিকি ও ও ও তোর আশিকি
আজকে হাওয়াদের বলেদে
যে কোনো দিকেতে।
আমি নিজেই চলে যাবো
তোর চিঠি তোর ঠিকানা পেতে।
তোর আশিকি পাগল করেছে আমায়
তোর আশিকি বেধর মেরেছে আমায়।
তোর আশিকি ও ও তোর আশিকি
তোর আশিকি ও ও ও তোর আশিকি
ব্যাস্ত বাগিস কিছু কথার
মনেরা এখনো বাকি
চলে গেলে তুই অবেলাই
আমি কি করে যে থাকি।
তোর আশিকি পাগল করেছে আমায়
তোর আশিকি বেধর মেরেছে আমায়।
তোর আশিকি ও ও তোর আশিকি
তোর আশিকি ও ও ও তোর আশিকি