Brishti Bheja (From Aashiqui) Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে
বাসব ভাল কাছে আয় ও জানে জা..
বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে
বাসব ভাল কাছে আয়, ও জানে জা..
থাকব পাশে রাতদিন, তকে ছাড়া খুব কঠিন
থাকব পাশে রাতদিন, তকে ছাড়া খুব কঠিন
আজ ইশকে তর কাটে না যে ঘোর কেনো বল
বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে
বাসব ভাল কাছে আয়, ও জানে জা।
রাখব তকে যত্ন করে আর আদরে
আর দেবো দুচোখে ভরে সপ্ন রঙিন
ও...ইচ্ছে হলে কাউকে কিছু জিনা বলে
যাব যে নিয়ে মেঘের কোলে তকে কোনোদিন
থাকব পাশে রাত দিন তকে ছাড়া খুব কঠিন
আজ ইশকে তর কাটে না যে ঘোর কেনো বল
বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে
বাসব ভাল কাছে আয় ও জানে জা।
খামখেয়ালে ছবি তর আঁকি মন দেয়ালে
হঠাৎ তুই ডাক পাঠালে ছুটে চলে যাই
ও... সব দিকে তুই ইচ্ছে ঘিরে তকে শুধু
আরজি আছে বেস এটুকুই তকে যেন পাই
থাকব পাশে রাতদিন, তকে ছাড়া খুব কঠিন
আজ ইশকে তর কাটে না যে ঘোর কেন বল
বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে
বাসব ভাল কাছে আয় ও জানে জা।