CHOTTO AKTA GHOR BANDHIMU Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
তুমি আমি ছোট্ট একটা
ঘর বান্ধীমু রে বন্ধু
দুই জনে থাকমু
তোমার বুকে মাথা রাইখা
সুখেতে ঘুমাইমু রে বন্ধু।
১) মরিলে এবার আমি
আসিলে আবার
আল্লার কাছে তোমারেই
চাইমু বারে বার।
তখনও খুইজা খুইজা
তোমারেই নিমু রে বন্ধু।।
২) ভালবাসার কাঠে একটা
নৌকা বানাইমু
প্রেম সাগরে সেই নৌকায়
দুই জনে ভাষমু।
তোমায় আমি ভালবাসি
মরণ কালেও কমু রে বন্ধু।।।