PARAR POLAPAN Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
আমায় দেখে পিছু লাগছে
দুষ্ট পোলাপান
হায়রে পাড়ার পোলাপান।
কেউ বা বলে ভালবাসি
কেউ বা বলে জান।
হায়রে পাড়ার পোলাপান
হায়রে দুষ্ট পোলাপান।
১) লাল শার্ট পরিয়া কেউ
বুতাম রাখছে খুলে।
বোম্বের নায়কের মত
কাটিং মারছে চুলে।(২)
আই লাভ ইউ বলে কেউ
শোনায় প্রেমের গান।
২) ছেড়া ছোড়া প্যান্ট পড়িয়া
ফ্যাশন দেখায় খুব
ভাব দেখাইয়া কাছে আইস্যা
হইয়া যায়রে চুপ।(২)
কপালে উঠায়া রাখে
চোখের চশমা খান।