![Rasta Ghaate Bhoy](https://source.boomplaymusic.com/group10/M00/08/26/ab3f838474534c6582265b98c679462dH3000W3000_464_464.jpg)
Rasta Ghaate Bhoy Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
মা বন্যায় ভাসিয়ে নিল
তোমার বুকের ধনসন্তান
ডুবে গেছে বসতবাড়ি
রাস্তাঘাট আর উঠান
কোথায় যাবে মানুষগুলো
কোথায় পাবে ঠাঁই
রান্নাঘরে রান্না বন্ধ
খাবার কোথায় পাই
বেঁচে থাকা বড়ই কঠিন
এই দুর্যোগের সময়
প্রবল বানে স্রোতের টানে
রাস্তাঘাটে ভয়
এখন কোথায় যাবে মানুষ
কোথায় পাবে স্থান
গোয়ালের ওই গরুগুলো
ভাসিয়ে নিছে বান
বাঁচার কি আর সাধ্য আছে
ভেসে যাওয়া স্রোতের টান
সাবার হল ধানের জমি
হারিয়ে গেছে শস্যভূমি
কষ্টে গড়া স্রোতের টানে
মিশে গেল আবাসভূমি
ভেলায় চড়ে কাঁধে নিয়ে
বুক ফাটানো কান্না জুড়ে
মা বাপের ধনটিবুঝি
খাবার পাইল
মন ভরে
মন ভরে
মন ভরে
বেঁচে থাকা বড়ই কঠিন
এই দুর্যোগের সময়
প্রবল বানে স্রোতের টানে
রাস্তাঘাটে ভয়