Tui Kache Eshe Maira Jare Amar Hridoytare ft. Akram Khan Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
নিজের স্বার্থ খুজলিরে তুই
আমায় দুঃখ দিয়া
ভুল করেছি মনের খাচায়
রাইখা তোরে প্রিয়া
উড়াল পাখি হইয়া যদি
যাইবি অন্য বনে
পুষতামনারে বুকে তোরে
রাখতনারে মনে
তোরে ভুলতে চাইরে তবু কেনো ভুলতে পাড়িনারে
তুই কাছে এসে মাইরা যারে
আমার হৃদয়টারে
যে হৃদয়ে ছিলিরে তুই
আপন মানুষ হয়ে
সে হৃদয়ে দিলি ব্যাথা
হৃদয়টা যায় ক্ষয়ে
স্বপ্ন আমার ভাইঙ্গা দিলি
চীর্ন কাচের মতg
তবু তোরে পড়ে মনে
দিনরাত অবিরত
তোরে ভুলতে চাইরে তবু কেনো ভুলতে পাড়িনারে
তুই কাছে এসে মাইরা যারে
আমার হৃদয়টারে
মনের কষ্ট যাইতো যদি
দুটি চোখে দেখা
বুজতি কত কষ্টে আছি
তোরে ছাড়া একা
তুইতো ঠিকি সুখের পড়শ
মাখিস অন্য বুকে
আমি কাটাই নিরব রাতি
অশ্রু নিয়া চোখে
তোরে ভুলতে চাইরে তবু কেনো ভুলতে পাড়িনারে
তুই কাছে এসে মাইরা যারে
আমার হৃদয়টারে