![Tomar Moto Ogo Ma Studio Vocal](https://source.boomplaymusic.com/group10/M00/07/11/2dc28a203ed64e9a9e4e8aad2ca1cf99_464_464.jpg)
Tomar Moto Ogo Ma Studio Vocal Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
পৃথিবীতে আর কেহ নেই
তোমার মতো মা
যত সুখ তোমায় ঘিরে
তুমিই তোমার তুলনা।
তুমি স্বপ্ন, তুমি গল্প
তুমি এক মুঠো ভালোবাসা
তুমি হাসি তুমি কান্না
তুমি হৃদয়ের যতো আশা।
তোমার আঁচলে লুকিয়ে আমি
ভুলি সব দুঃখ-যাতনা.।
তুমি আলো, তুমি আশা
তুমি অপূর্ব এক ভালোলাগা
তুমি কবিতা, তুমি ছন্দ
তুমি জীবনের সব ভরসা।
তোমায় ছাড়া মা জীবন আমার
দুঃখেরই এক ঠিকানা।