![Dujon Dujonar ft. Kanika](https://source.boomplaymusic.com/group10/M00/07/08/82c3f767723c41aea02684aac1675b62_464_464.jpg)
Dujon Dujonar ft. Kanika Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
অবিরত পদচারনায়
মুখরিত হৃদয় আঙ্গিনা
ভালোবাসা পথের ধুলো
ঝিকিমিকি রৌদ্র হোলো
ছায়া তলে কুহু কূজনে
হোলাম দুজন দুজনার ॥
মাঝে মাঝে মনে জাগে
ছোট ছোট অভিমান
ছোট ছোট ব্যথা তবু
মনে মনে কত টান ;
এতো ভালো এতোযে বাসা
আছে বলো ক'জনার।
অনুভবে জেনে গেছি
আমি আর একা নই
চলে গেলে দূরে কভু
পথ চেয়ে বসে রই ;
প্রতীক্ষার সময়টুকু
অনেক বড় বেদনার।