![Ronger Rongila ft. Kazi Shuvo](https://source.boomplaymusic.com/group10/M00/06/14/b374f416bc8d40218e1a326397c7bc77_464_464.jpg)
Ronger Rongila ft. Kazi Shuvo Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
না দেখিলে তোর মুখ
অন্তরে করে অসুখ
কি সুখে অন্ধ হইয়াছো
ভুলিয়া আমারে
রঙ্গের রঙ্গিলা বন্ধু
ভাবেতে মজাইয়া গেলারে..
আসবে বলে ডাক পাঠালে
ঝাঁপ দিয়াছি অতল জলে
জলে ভাসা নীলকমলে
নীল বেদনার জোনাক জ্বলে
না আসিলে প্রাণ-মন
জলে ভাসে দুই নয়ন
বুকেরও সমুদ্র ভাসে
তোমার অগোচরে...
রঙ্গের রঙ্গিলা বন্ধু
ভাবেতে মজাইয়া গেলারে..