Tomar Hashite Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
চিরদিনের তুমি
আমার হৃদয়ের মাঝে
তুমি ছাড়া আমি
এ জীবন অর্ধেক মনে হয়
তোমার চোখের মাঝে
হারিয়ে যাই হায়
স্বপ্নের মাঝে তুমি আছো
এটাই তো চাওয়া
তোমার হাসিতে মধুর সুর
তোমার ছোঁয়াতে পাই শান্তি
মন শুধু তবু করে মানি
তোমার ছোঁয়ায় সব হারায়
আলোয় ভরা দুপুর
রাতের তারার কুহু
তুমি আছো সবখানে
আমার মনের মাঝে বসতি
তোমার কথায় বাজে
মনের সুরের ঝঙ্কার
তোমার ছোঁয়ায় মনে
পাই অসীম আনন্দের পরশ
তোমার হাসিতে মধুর সুর
তোমার ছোঁয়াতে পাই শান্তি
মন শুধু তবু করে মানি
তোমার ছোঁয়ায় সব হারায়