Vuila Jodi Jasre Amay Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ভুইলা যদি যাস রে আমায় পরানের পাখি।
বাঁচবো নারে তুই ছাড়া
কাদে দুটি আখি।
মেঘের জল যেমন করে ধুম ধুমাইয়া পড়ে।
তার ছেয়ে বেশি আমি ভালোবাসি তোরে।
তুই আমার সুখের আলো মরনের সাথী।
((১ম অন্তরা))
তুই ছাড়া এই জীবনে আমার কেহ নাই।
ভালোবেসে তোরে
আমি জনম জনম চাই।
প্রেমের আলো জেলে ওরে কোথায় হারালি।
ঘুম আসেনা তোরে ছাড়া কিভাবে বল থাকি।
(২ম অন্তরা)
ভেলা শেষে আমি তোরে খুইজা বেড়াই।
পাখি আজ আমার নয়রর অন্য বুকে নিলো ঠাই।
ভেবে ভেবে ক্লান্ত আমি
নাইরে পাখি খাচায়।
কারে ভালোবেসে আমি জীবন করলাম ক্ষয়।