
Baby Kotha Suina Jao Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
This song is not currently available in your region.
Lyrics
বেবি কথা সুইনা যাও
ফোন নাম্বার টা দিয়ে যাও
তোমার ডেডি রে কইয়া
আমারে তোমার কইরা নাও
লন্ডন আমেরিকা ঘুরছো
ড্যাডের পয়সা কইরা করছো
শশুর আমার পাত্তি ওয়ালা
এর লাইগা ভাব লাও.......
ও বেবি কথা সুইনা যাও
ফোন নাম্বারটা দিয়া যাও
তোমার ডেডি রে কইয়া
আমারে তোমার কইরা নাও
খাওয়ামো পুরান ঢাকার কাচ্চি
সাথে নাজিরা বাজারের লাচ্ছি
বিদেশ লইয়া না যাইবার পারি
চড়ামু তোমায় ঘোড়ার গাড়ি (২)
লন্ডন আমেরিকা ঘুরছো
ড্যাডের পয়সা কইরা করছো
শশুর আমার পাত্তি ওয়ালা
এর লাইগা ভাব লাও..........
ও বেবি কথা সুইনা যাও
ফোন নাম্বারটা দিয়া যাও
তোমার ডেডি রে কইয়া
আমারে তোমার কইরা নাও
খাঁটি ঢাকাইয়া পোলা আমি
কোটি পয়সা তোলা দামি
সুন্দরী তুমি থাকলে রাজি
সাদি করমু ডাইকা কাজী (২)
লন্ডন আমেরিকা ঘুরছো
ড্যাডের পয়সা কইরা করছো
শশুর আমার পাত্তি ওয়ালা
এর লাইগা ভাব লাও
ও বেবি কথা সুইনা যাও
ফোন নাম্বারটা দিয়া যাও
তোমার ডেডি রে কইয়া
আমারে তোমার কইরা নাও