CG Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
দেখেছি তোমায় তুমি অদ্ভুত
কাছে এসে দেখো তুমি পাবে সব সুখ
যা ভেবেছিলে এতদিন ঘোড়ার সওয়ারি
বাস্তবতায় সে তো নিছক আনাড়ি
আজ শুনতে কি পারো আমার সুর
যা ভেঙ্গে চুরমার করে দেয়
তোমার আমার মাঝের দেয়াল
করি খেয়াল বন্দি
ভাবি ধুর ছাই
হবে কি আমার?
নিছক কল্পনায়
চাচ্ছি কি আমি
তোমায় ঘিরে ভাবনায়
লুকাচ্ছো কি সব ই?
ক্ষীণ সম্ভাবনায়
অপেক্ষায় থাকি
তোমায় ঘিরে ভাবনায়
হারিয়ে যাই আমি
এ কি আমার ভুল
হয়ে ব্যাকুল
আমি তোমায় হারিয়ে যাই
করে আমার খুন
সেজে নির্দোষ
ছাড়বে না এ হৃদয়
রেহাই নেই আজ তোমার
ভেঙ্গে চুরমার করে দেবো অহংকার
যদি বলো একবার, তুমি...
হবে কি আমার?
অপরাধের আড়ালে কি যাচ্ছো ডুবে
অন্যের ই মাঝে খুঁজে বেড়াও নিজেকে
অপরাধের আড়ালে কি যাচ্ছো ডুবে
অন্যের ই মাঝে খুঁজে বেড়াও নিজেকে
অতৃপ্তের ভিড়ে কি পাচ্ছো খুঁজে
নিজের ফেলে রাখা মুখোশের আড়ালে
নিছক কল্পনায়
চাচ্ছি কি আমি
তোমায় ঘিরে ভাবনায়
লুকাচ্ছো কি সব ই?
ক্ষীণ সম্ভাবনায়
অপেক্ষায় থাকি
তোমায় ঘিরে ভাবনায়
হারিয়ে যাই আমি
এ কি আমার ভুল
হয়ে ব্যাকুল
আমি তোমায় হারিয়ে যাই
করে আমার খুন
সেজে নির্দোষ
ছাড়বে না এ হৃদয়
রেহাই নেই আজ তোমার
ভেঙ্গে চুরমার করে দেবো অহংকার
যদি বলো একবার, তুমি...
হবে কি আমার?
এ কি আমার ভুল
করে আমার খুন
রেহাই নেই আজ তোমার
ভেঙ্গে চুরমার করে দেবো অহংকার
যদি বলো একবার, তুমি...
হবে কি আমার?