![Ronge Ronge Rongin Hobo ft. Tasnia Farin](https://source.boomplaymusic.com/group10/M00/04/15/391756d946ea44dc94c8eca1f0130012_464_464.jpg)
Ronge Ronge Rongin Hobo ft. Tasnia Farin Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
Ronge Ronge Rongin Hobo ft. Tasnia Farin - Tahsan
...
আজ রঙে রঙে রঙিন হবো
রঙের হাওয়ায় ভেসে যাবো,
রঙের দুনিয়ায়।
ভালোবাসায় দুটি প্রাণে
রঙ ছড়াব স্বপ্নগানে,
রঙের ছোঁয়ায় হারিয়ে যাবো
শুধু দুজনায়।
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা,
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।
উদাস পথে যাবো কোথায়
নেই দুজনার জানা।
চার চোখে আজ নেবো খুঁজে
খুঁজে সেই ঠিকানা।
ভালো লাগা রং মিলাবো
ফুলের রঙে তাই মিলাবো,
সেই রঙে মন আপন মনে
ছবি এঁকে যায়।
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা,
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হব সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।
কল্পনারই রং নীলিমায়
ভাসিয়ে নয়ন দুটি,
সময় ঘড়ি থামিয়ে দুজন
চাইবো সুখের ছুটি।
রংধণুরই ভেলায় চড়ে
উদার আকাশ নীল শহরে,
ঘুম পালিয়ে ঘুমে কেদে
থাকবো ঝুম হাওয়ায়।
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙ্গিয়ে রঙ্গিলা,
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হব সাত রঙে এই মন রাঙ্গিয়ে রঙ্গিলা।