
O Doyal Re Buker Vitor Pusecilam Akta Moyna Pakhi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ও দয়াল'রে
বুকের ভিতর পুষে ছিলাম
একটা ময়না পাখি,
ছাইড়া গেলো মায়া দিয়া
দুঃখ কোথায় রাখি..!!
বাঁচবো কেমন করে দয়াল
পাখিটারে ছাড়া,
দোহায় খোদা দাও না তারে
আমার করিয়া..।।
চোখের পাতায় নাই রে পানি
কাঁইন্দা দিনে রাতে,
কেমন কইরা ঘর বাঁন্ধিলি
অন্যের,ই সাথে..!!
আমায় ছাইড়া থাকতে কি
তোর মায়া হইলো না...
কেমন আগুন দিলো পাষান
আমার কলিজাতে,
কইতে পারি না রে দয়াল
কাঁন্দি গোপনে..।।
মরা মুখটা দেখিস আমার
শেষবার আসিয়া...