Mayar Kol Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ঐ চোখে তাকাইও না,
অতলে ডুবে যাই।
ঐ ভাবে হাসিও না,
নিজেই হারিয়ে যাই।
আমার মাঝে তোমায় দিখি,
তুমি বন্ধু করো ছল।।
পিরিতি এমন মায়ার কল রে,
দেখলে তারে মন হয় রে পাগল।
কি আছে ঐ রূপে তার,কি যাদু জানে,
নিশি চান্দের আলো হারায়,ঐ রূপের গহীনে।
তন্দ্রায় খুঁজি তোমার ছায়া,
দেখতে যেন অবিকল।।
পিরিতি এমন মায়ার কল রে
দেখলে তারে মন হয় রে পাগল।
ঘুমের ঘরে স্বপ্নে আসে,অনুভুতির নীড়ে,
মন পিন্জরায় আয়না ও সে,দিখি নয়ন জুড়ে।
পূর্ব পশ্চিম উঃ দক্ষিণ,
তাকালেই পাই তার আচল।।
পিরিতি এমন মায়ার কল রে
দেখলে তারে মন হয় রে পাগল ।