Ma Jononi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
িন্দা থাকতে মা জননী
সেবা করো দিন রজনী
মরার পরে চোখের জলে
নদী করলে লাভ কি
থাকতে সময় খোঁজ সবাই
মায়ের জন্য শান্তি
মায়ের বুকের দুধের ঋণ
শোধ হয়না কোন দিন
স্মরণ করো সেই শিশুকাল
কেমন ছিলো দিন
মায়ের এখন বয়স হইছে
মা যে আমার বৃদ্ধা হইছে
চলাফেরায় আছে ঝুঁকি
থাকতে সময় খোঁজ সবাই
মায়ের জন্য শান্তি
মা এমন আপনজন
তুলনার নেইকো প্রয়োজন
ইহকাল আর পরকালে
মা যে পরম ধন
অধম মিন্টুর ভাসে নয়ন
অধম মিন্টু ভাসায় নয়ন
শুনে অজুহাত আপত্তি
থাকতে সময় খোঁজ