Mokka Madina Lyrics
- Genre:Folk
- Year of Release:2019
Lyrics
এক চোখেতে মক্কা আমার
অন্য চোখে মদীনা
নবীর প্রেমে হইলো পাগল
মন যে আমার দিওয়ানা
সাজাইয়া দে গাট্টি ছামান
আর তো দেরী সহে না
নবী প্রেমের পাল উড়িয়ে
যাবো সোনার মদীনায়
নবী আমার প্রাণের ধ্বনি
এই হৃদয়ের প্রেমের খনি
সারা জাহান হলো সৃষ্টি
তার প্রেমের ছোঁয়ায়
সালাম আমি করব গিয়ে নুরে মদিনায়
রোজ হাশরে শেষ বিচারে
মিজানে আৱপুলসিরাতে
শাফায়াত চাই আমরা
পাপি উম্মাত গুনাহগার
তোমাৱ নামে দূরুদ পড়ে সারা দুনিয়ায়