Amar Dokko Cirokal Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
দুখের তরী বাইলাম ভবে
আমার দুঃখ চিরকাল
সুখের হাওয়া লাগেনা রে
ছিড়া আমার পাল
আর কতকাল কাঁদবো দয়াল
বাইবো দুখের হাল
সুখের দেখা পেলামনা রে
আমার দুঃখ চিরকাল ( দয়াল)
জীবন নামের কারাগারে
বইছি আমি ঘানি
সোনার দেহে ঝং ধরিলো
রক্তে ঘামে পানি
যাদের জন্য করলাম এত
তারাই তুলে পিঠের ছাল
ভুলে ভুলে জীবন গেল
মিছা মায়ায় পড়ে
নিদান কালে কেউ কারো নয়
যায়গো সবাই দূরে
আর পারিনা ধরতে আমি
দয়াল ভাঙ্গা তরীর হাল