Je Chole Jawar Jak Chole ft. Mr Roben Khan Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
যে চলে যাওয়ার যাক চলে
তারে ডেকো না
যে ভুলে যাওয়ার যাক ভুলে
তারে ভেবো না ..২
সে আমাকে ভুলে গেছে আমি ভুলতে পারি না ..২
যে চলে যাওয়ার যাক চলে
তারে ডেকো না
যে ভুলে যাওয়ার যাক ভুলে
তারে ভেবো না ..২
................................
সে হয়তো আছে আজ অন্য কারো
সুখের সংসারে
আমি আজো আছি হাই আমার মতো অন্ধকার গরে ..২
সে আমাকে ভুলে গেছে আমি ভুলতে পারি না ..২
যে চলে যাওয়ার যাক চলে
তারে ডেকো না
যে ভুলে যাওয়ার যাক ভুলে
তারে ভেবো না ..২
........................................
নিজের বুকে নিজে আগুন জ্বেলে কষ্ট বেজে খাই
নিজের বুকের ব্যাথা চেপে রাখি কষ্টের সিমা নই **২
যে চলে যাওয়ার যাক চলে
তারে ডেকো না
যে ভুলে যাওয়ার যাক ভুলে
তারে ভেবো না ..২
সে আমাকে ভুলে গেছে আমি ভুলতে পারি না .
যে চলে যাওয়ার যাক চলে
তারে ডেকো না
যে বুলে যাওয়ার যাক চলে তারে ডেকো না
যে চলে যাওয়ার যাক চলে
তারে ডেকো না
যে বুলে যাওয়ার যাক চলে তারে ডেকো না