Hi Kemon Acho Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
হাই কেমন আছো, তুমি কি ভালো আছো।
কথা কউ না কেন তুমি কি রাগ করেছো।
(১) লেবু বেশি চিপলে তিতা হয়,
সন্দেহে সম্পর্ক তিতা হয়,
কথা টা কি বলেছি তা কি বুঝেছো
তা কি বুঝেছো
(২) সহ্যের একটা সিমা আছে
অনেক ঘুরছি তোমার পিছে
আমি কালো বলে হেলা করেছো
হেলা করেছো
(৩) মন টা যদি না পাই তোমার
আশা দেয়ার কি আছে দরকার
কৌশলে ছলনার ই জাল পেতেছো
জাল পেতেছো