![Gunar Bojha Mathay Loiya Kantesi (Slow & Reverb)](https://source.boomplaymusic.com/group10/M00/02/21/7630d0c4d5724879b20477e1db457e2f_464_464.jpg)
Gunar Bojha Mathay Loiya Kantesi (Slow & Reverb) Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কানতেছি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি
গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কানতেছি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে
বলো তোমার বান্দা যাবে কার দ্বারে
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে
বলো তোমার বান্দা যাবে কার দ্বারে
সকলরেই দরজা হইতি আল্লাহ ফিরিয়া
তোমারই দরজায় রইলাম পড়িয়া
সকলরেই দরজা হইতি আল্লাহ ফিরিয়া
তোমারই দরজায় রইলাম পড়িয়া
তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে
কেমনে থাকবে বান্দা যে আঁধার ঘরে
তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে
কেমনে থাকবে বান্দা যে আঁধার ঘরে
তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে
ভারি হবে পাপের পাল্লা সেই দিনে
তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে
ভারি হবে পাপের পাল্লা সেই দিনে
তুমি যদি মাফ না করো আল্লাহ হাশরে
মাথার মগজ গলে পড়বে তাপেতে
তুমি যদি মাফ না করো আল্লাহ হাশরে
মাথার মগজ গলে পড়বে তাপেতে
গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কানতেছি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি
মাফ করোগো মাবুদ আল্লাহ এলাহি