Rongila pori ft. HP Shohag Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ও- পরী- ও রঙিলা পরী---
বাহারি রং শাড়ি পিন্দা / চিরল দাঁতে হাসি
নাচে রঙিলা পরী / আঁচল পড়ে খসি গো
ছমক দেখাইয়া নাচে
পেখম মেলিয়া নাচে
কোমর দুলাইয়া নাচে
ঢুলি বাজাইয়া নাচে
পাড়াপড়শি সবাই নাচে রে...।
মুচকি হাসে সুন্দরী হায়/ গালে পড়ে টোল
বেতাল হইয়া ঢুলিবাবু/ ভুলে বাজায় বোল
ছোট-বড় সবাই নাচে রে-
জোয়ান-বুড়া সবাই নাচে রে।
বয়স ভুলিয়া নাচে
শরম ছাড়িয়া নাচে
পাড়াপড়শি সবাই নাচে রে।
নয়া যৌবন ভারে নাচে/ ঘুরে ঘুরে সখী
রূপের পালক পাখা মেলে/ যেন হলুদ পাখি
তালে তালে সবাই নাচে রে
হেলে-দুলে সবাই নাচে রে
চঞ্চল রূপসী নাচে
চোখের চাহনি নাচে
পাড়াপড়শি সবাই নাচে রে।