Jemon Akash Khojo Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
যেমন আকাশ খোঁজো
যেমন আকাশ খোঁজো তেমন আকাশ দেবো
জোছনার আলিঙ্গনে তোমায় জড়িয়ে নেবো
না বলা অনেক কথা আড়ালে আড়ালে বলবো ইশারায়
বাতাসে কান পেতে শুনে নিও এ মন কি যে চায়
সঞ্চারী:
আজ নয় বিরহ নয় কোনো অভিমান মুখোমুখি বসে শুধু গাইবো গান
হোক না রচনা তবে অভিলাষী বিলাসী উপাখ্যান
গানে গানে প্রাণের টানে মন যে হারাতে চায় সুরের অজানায়
অধীর দরদী হয়ে বুঝে নিও আমায় কে কাছে পায়