Doshta Amar Chokher Bondhu Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
গানঃ দোষটা আমার চোখের বন্ধু
কণ্ঠঃ আদনান কবির
কথাঃ সোগাগ ওয়াজিওল্লাহ্
সুরঃ মাসুদ আহমেদ
সংগীতঃ রিয়েল আশিক
_______________________________________________
দোষটা আমার চোখের বন্ধু
ভুলটা আমার মনের
চিনতে আমার হলো দেরি
তুমি পাখি বনের ।।
সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন
ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।
শখের জিনিস অনেক মায়ার
মায়ার জিনিস দামি
তোমায় এমন আগলে রাখি
মন পিঞ্জরে আমি ।।
সেই আমিরে দিলে তুমি কষ্টের এক জীবন।।
ফুলের চেয়ে গন্ধ বেশি
হৃদয় পোড়া ঘ্রানে
আমার বুকে আগুন জ্বলে
মানুষে তা জানে ।।
উড়ে গেলে উড়াল পাখি হলে না আপন।।