Sohider Somman ft. Masrur Ahmed & Muhammad Fahim Lyrics
- Genre:Country
- Year of Release:2023
Lyrics
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
আল্লাহু আকবার ধ্বনিতে
ভাংবে জালিমের নিদ
ফিলিস্তিনের বিজয় নিশান
উড়বেই মুজাহিদ,
আল আকসার মুক্তির তরে
জীবন করো দান,
রক্তের বিনিময়ে পাবে তুমি
শহীদের সম্মান।
জালিমের থাবায় ক্ষত বিক্ষত
আমার প্রিয় মোকাদ্দাস,
ওমর খালিদের রণসাজে সেজে
আনবে বিজয়ের তাজ,
আল কুদুসের মুক্তির তরে
হও তুমি কোরবান,
রক্তের বিনিময়ে পাবে তুমি
শহীদের সম্মান।
ইসলামের পূণ্য ভুমি প্রিয়
আমার ফিলিস্তিন,
হায়েনারা সব পালিয়ে যাবে
কায়েম হবে দ্বীন,
ফিলিস্তিনের আকাশে উড়বে
বিজয়ের নিশান,
রক্তের বিনিময়ে পাবে তুমি
শহীদের সম্মান।