Ore Mon Bujhli Nare Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
ওরে মন বুঝলি নারে, কে যে তোমার আপন?
কে যে তোমার পর??
ওরে মন তুমি দেহ ছেড়ে যাবে যখন
কেহ কাটবে বাঁশ, রেডি হবে তোমার গাড়ী।
মাটির ঘর নয়তো আগুন তোমার বাড়ী,
রইবে পড়ে তোমার গড়া বাড়ী গাড়ী সবই।।
ওরে মন কেন তুমি কর অন্যায়ের গোলামী?
আপন বলে দাবী যাদের সবাই এখন বড় ব্যস্ত!
কখন হবে দাফন নয়ত দাহ্য--
তাড়াতাড়ি করবে, নইলে ধরবে যে পঁচন।।
ওরে মন বুঝলি নারে, কে যে তোমার আপন?
কে যে তোমার পর??
মন তুমি সদা রেখ মনে
যেতেই হবে যখন তখন,
কোথায় রবে আপন? কোথায় রবে পর?
মাটির ঘর নয়তো আগুন তোমার বাড়ী,
রইবে পড়ে তোমার গড়া বাড়ী গাড়ী সবই।।