Shwapne Ashey Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
দূরের এক অচেনা হাওয়া চলে এসেছিল
কিছু না বলেই হঠাৎ অল্প সময়ের জন্য
আমি যেন এক লুকোনো গল্পেই লুকিয়ে থাকে
আমার ঠোঁটের কোণে স্বর্গ ছুঁয়ে ছিলে যেদিন থেকে
অল্প সময়ের জন্য পাওয়া সে রূপকথার মানুষটা
স্বপ্নেই আসে আবার স্বপ্নেই চলে যায়
মেঘের নিমন্ত্রণে তারারাও খুশি
ওরাও সাক্ষী ছিল আমাদের সম্পর্কে
কি যেন ভয় কি এক ভাবনায় আটকে আছি
তোমার হৃদয়ে আছি নাকি হারিয়ে খুঁজছি
জ্যোৎস্না বাতাসে হাত রেখে হাতে রূপকথার মানুষটি
আমি স্বপ্নে হাসি স্বপ্নে বাঁচি
স্বপ্নে হারাই স্বপ্নে ভাসি