![Bhalobasar Dingi](https://source.boomplaymusic.com/group10/M00/11/15/744a669054b2434aba91acb0e5ec3d1f_464_464.jpg)
Bhalobasar Dingi Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
ঘুম ভাঙ্গা চোখে আজ
এসেছে আবার নতুন সকাল
এলোমেলো চুল বুকে লেগে দাগ
ঠোঁটে লিপস্টিক এখনও তো লাল
আজ হারিয়ে যাই দুজন মিলে
ছেড়া ছেড়া কবিতা ভাসিয়ে জলে
এই অরণ্যের প্রাচীন ইতিহাস
পড়বো আবার তুই যদি চাস
ভালোবাসার ডিঙি ভেসে যায়
আদরে আদরে তোকেই তো চাই
সত্যি থাকুক চোখের ভাষায়
জীবনের গল্প কাব্য কথায়
চলেছিল লক্ষ্য হীন এই জীবন
একাবাকা পাহাড়ি পথের মতন
অনুভূতিহীন বেচে থাকা
মেনে নিয়ে ছিলাম আমি একা
আজ ভেঙে গেল বাঁধ
আসছে প্লাবন মত্ত মাতাল
জ্বলেছে আগুন ঝড়ো হাওয়ায়
যন্ত্রণা রা সব পুড়ে যাক