![Ku Dristy Bodle Felo](https://source.boomplaymusic.com/group10/M00/11/05/1342be2b6df645e689ccaaf9e79f6cae_464_464.jpg)
Ku Dristy Bodle Felo Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
কুদৃষ্টি বদলে ফেলো
বদলে ফেলো অসৎ কাজ,
শান্ত ভাবে চললে তুমি
করবে আবার শান্তি বিরাজ ।
হয়ো নাকো তুমি ও ভাই
এই সমাজের বোঝা,
তোমার জন্য রবের দেওয়া
পথটি সরল সোজা ।
তাইতো করি এই আহবান
গঠন করো আবার সমাজ ।
শান্ত ভাবে চললে তুমি
করবে আবার শান্তি বিরাজ ।
ধ্বংসস্তূপে ধ্বংস হয়ে
গেছে কতো আমলার দল,
অকারনেই ওদের মতো
পুড়াবে ভাই কেন কপাল !
তুমিই যে ভাই সবার সেরা
যাও ভুলে যাও কেন আজ ।
শান্ত ভাবে চললে তুমি
করবে আবার শান্তি বিরাজ ।