
Alor Dekha ft. Fahim Muhammad Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2022
This song is not currently available in your region.
Try the alternative versions below.
Alternative versions:
Lyrics
প্রত্যুষে প্রভাকরে তুমিই শিখা
আলোহীন দুচোখে আলোর দেখা
তব নামে আঁধারেরা রয় বহুদূর
তুমি রশীদ খোদা তুমি সবূর
ইয়া মুহাইমিনু ইয়া নূর।
পাপী-তাপি ভরসায় তুমি তওবা দুয়ার,
মুমীনের হৃদে তুমি যে সুখেরো জোয়ার,
তব নামে প্রাণে নামে শান্তির সুর
তুমি কারীম খোদা তুমি নূর
ইয়া মুহাইমিনু ইয়া গফূর।
সবুর শাকুর
অবেলায় প্রয়োজনে যখন ডাকি আমি তোমাকে
সাড়া দাও তুমি প্রভু তোমার সকল বান্দার ডাকে
তুমি মানে মন-বাগে আশাময় তূর
তুমি মাতীন খোদা তুমি সবূর
ইয়া মুজীবু ইয়া নূর