Jantrik Manob ft. Rimon Howlader & Evan Nur Rahman Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
তোমার গল্পে মৃতের বসবাস ,
যেখানে সত্য এসে ছেঁড়ে যায়
কিছু রুদ্ধ দীর্ঘশ্বাস।
কত শত পথ পাড়ি দিয়ে
থমকে দাঁড়াও তুমি।
চেয়ে দেখ আজ গোধুলির বুকে
উড়ে যায় চাতকপাখি......
সব যান্ত্রিকতা গ্রাস করেছে
তোমার পুরো শরীর।
দূরে থেকে দেখে মনে হয় পাথুরে কোন মমি।
তোমার সত্তা যেন অবশান্ত
যান্ত্রিকতার ভিড়ে..
খুঁজে নিও তুমি নিজেকে আবার
মানুষের মত করে...
দৃষ্টি যখন বিষন্ন সময়
আধাঁরে আলো খোঁজে
অধরা সুখ খুঁজে পাবে
জীবনের মহাকাব্যে...
নিজেকে শেষে খুঁজে পাবে
ফিরে মানুষের গল্পে
যেখানে জীবন আর হাসিমুখ
উল্লাসে মেতে উঠে
তাকিয়ে দেখ ওই
বিশাল আকাশটায় ,
যেখানে পাখির ডানায়
সুখেরা ঘুরে বেড়ায়...
সব যান্ত্রিকতা গ্রাস করেছে
তোমার পুরো শরীর.....