Onneshon Lyrics
- Genre:Rock
- Year of Release:2022
Lyrics
শহরের এই ব্যাস্ত রাস্তায়
নির্জন পথে পা রেখে
তোমাকে খুজে পাব বলে
আজও আশায়
শহরের এই কোলাহলে
আজও খুজে বেরাই তোমার ছায়া
পথে পথে ছুটে চলি
পাব বলে সেই মায়া
আমি আজও খুজে বেরাই তোমার আস্তিত্ব এই ব্যস্ত শহরে
বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকি চিরচেনা সেই চৌরাস্তার মোড়ে
হঠাৎ কোনো এক সময়ে
শুনবে আমার আর্তনাদ
তখন কি শুনবে আমায় ধরতে চাইবে কি আমার হাত
আমি আজও খুজে বেরাই তোমার অস্তিত্ব এই ব্যস্ত শহরে
বাকরূদ্ধ হয়ে তাকিয়ে থাকি
চির চেনা সেই চৌরাস্তার মোরে