![Kurbanir Poygam ft. Jubayer Ahmad & Sharif Mahmud](https://source.boomplaymusic.com/group10/M00/09/16/401b8fdba6434bb1a3905207c33a4ff1_464_464.jpg)
Kurbanir Poygam ft. Jubayer Ahmad & Sharif Mahmud Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
কুরবানির পয়গাম নিয়ে
ফুটলো খুশির ফুল,
ত্যাগ মহিমায়,মুমিন পাড়ায়
আনন্দে মশগুল
হৃদে হৃদে ছড়াবে আজ
খুশবু ফুলের ঘ্রাণ
ইদ মোবারক ইয়া হাবিবি
ইদ মোবারক আসসালাম
প্রভুর প্রেমে শামিল হবে
ধনী গরীব আজ,
মাতবে মুমিন সেই খুশিতে
সাজবে নতুন সাজ
খুশির জোয়ার সবার মনে
গাইবে ঈদের গান
করবে জবাই প্রিয় পশু
ইবরাহীমের নীতি,
পূণ্য হবে তাকওয়াতে দিল
মুছে যাবে ভীতি
অহমিকা হিংসে যত
হবে অবসান