Je Jare Chay Tare Keno Payna? (Duet) Lyrics
- Genre:Soul
- Year of Release:2023
Lyrics
যে যারে চায় তারে কেন পায়না?
আজ মন কেনো ভালো হয়না?
সব ছেড়ে তুমি আছো সুখে?
কেমন আছো প্রিয়? ভালো কি আছো?
আমায় মনে করে কেমন কর?
সব অজুহাত মিথ্যে,
যে চায় সে পারে।
বিধাতা তারে সুখে রেখো
ছেয়েছিলাম আমি যারে।
এতোটা ভালোবেসেও সব অধিকার অন্য কারো,
বিধাতা আমার আগলে রাখা পৃথিবীটা সুখে রেখো।
যে যারে চায় তারে কেন পায়না?
সব ছেড়ে তুমি আছো সুখে?
কেমন আছো প্রিয়? ভালো কি আছো?
আমায় মনে করে কেমন কর?
আজ তুমি কি ভালো আছো?