Mohammad Rasul Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
সকল নবীর শ্রেষ্ট তুমি, মোহাম্মদ রাসুল
খোদার নেয়ামত তুমি, বেহেস্তেরই ফুল
তোমার তরে সৃষ্টি জগৎ, ধন্য মানবকুল
আল্লাহর প্রিয় হাবিব তুমি, প্রিয় রাসুল।
আধারেরই আলো তুমি জ্ঞানের মহিমায়
তোমার ছেঁায়ায় আলোকিত হলো জগৎময়।।
মরুরবুকে সৃষ্টি সুখের ফোটালে যে ফুল
সুবাসেতে ধন্য হল সকল জাতিকুল।
সকল নবীর শ্রেষ্ট তুমি, মোহাম্মদ রাসুল
খোদার নেয়ামত তুমি, বেহেস্তেরই ফুল।
সব মানুষের সেরা তুমি সৃষ্টির মহিমায়
তোমার হাতে আলোর পয়গাম এলো দুনিয়ায়।।
সেই পয়গামে সঠিকপথে এলো মানবকুল
আধারেতে আলোর দিশা ভাঙ্গলো সবার ভুল।
সকল নবীর শ্রেষ্ট তুমি, মোহাম্মদ রাসুল
খোদার নেয়ামত তুমি, বেহেস্তেরই ফুল।