Tomer Preme Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
তোমার প্রেমে সব হারাইয়া
হইলাম যাযাবর
ফাঁকি দিয়া চইলা গেলা
লইলানা খবর।
আশায় আশায় বাধলাম বাসা
হইলা তুমি পর
পর মনেতে বসত লইয়া
করলা তুমি ঘর।
সুখের আশায় সুখের নেশায়
ভাঙ্গলা রেঅন্তর
বুকের মাঝে দুঃখের নদী
বহে নিরন্তর।
দুঃখ আমার এমন আপন
হইলোনা যে পর
পর মনেতে বসত লইয়া
করলা তুমি ঘর।
তোমার প্রেমে..
আপন কইরা কাছে লইয়া
করলা আবার পর
মরা নদীর মতো মোনটা
করলা বালুচর।
দেহমাঝে আগুন বিনে
পোড়াইলা অন্তর
পর মনেতে বসত লইয়া
করলা তুমি ঘর।
তোমার প্রেমে..