Moner Karigor Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
মনের মাঁঝে বসত করে
মনের করিগর
বোঝেনা রে কে আপন
কে বাতারই পর।
আসল ভেবে নকলে যে
ডুবে তার অন্তর
ভুলের মায়ায় ভুলে ভুলে
থাকে জীবনভর।
নকল খুঁজে আসলেরে কইরা দিয়া পর
ভুলের মাঝে করলো বসত করলো বাড়িঘর।
টাকা—কড়ি, বাড়ি—গাড়ি
ধরাধামের নাম
চোখ বুজিলেই কারিগরের
নাইরে কোনো দাম। ২
নকল মায়ায় ভবের ছায়ায়
রইলো জনমভর
বুঝলোনারে রইবে সবই,হইবে মাটির ঘর।
মনের মাঁঝে বসত করে..
কারিগরে নেশার ঘোরে
কইরা আপন পর
দিনের শেষে তারে আবার
খোঁজে নিরন্তর। ২
সকাল যেমন হয়রে তেমন
সন্ধ্যাও চিরন্তর
সন্ধ্যা বেলায় আপন সবই হইবে সার্থপর।
মনের মাঁঝে বসত করে..