Astagfirullah Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
পাঠিয়েছিলে প্রভু করিয়ে শপথ ধরায়
করতে তোমার ইবাদাত
কথা দেয়া ছিল যত করিনি তো সেই
নামাজ রোজা সাদাকাত
দেখ ফিরে এসেছি প্রভু, গুনাহগার আমি তবু
তোমার অবাধ্য নই।
আস্তাগফিরুল্লাহ-আস্তাগফিরুল্লাহ..
ফিতনার এ জামানায় ডুবে থাকি গুনাহে
বারে বারে পথ ভুলে যাই
অস্থির হয়ে যায় ক্লান্ত এ হ্রদয়
ভুলে থাকি যখনি তোমায়
প্রশান্তি খুজে পাই, সিজদায় লুটে যাই
ক্ষমা করো প্রভু তুমি আমায়।
আস্তাগফিরুল্লাহ-আস্তাগফিরুল্লাহ..
নফসের কামনায় করেছি হাজার পাপ
আমি যে বড়ই গুনাহগার
ক্ষমা করো হে প্রভু কে আছে তুমি ছাড়া
আশ্রয় দাতা এ আমার?
রহমের চাদরে দাও ঢেকে আমাকে
ভালোবাসি প্রভু আমি তোমায়।
আস্তাগফিরুল্লাহ-আস্তাগফিরুল্লাহ..