![Sondha Tarar Moto](https://source.boomplaymusic.com/group10/M00/07/31/c28f63c6af24429bae512d402e5bc59f_464_464.jpg)
Sondha Tarar Moto Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
সন্ধ্যা তারার মত জীবনের সাত রঙ
মুছে যাবে ক্ষণিকের এই জীবনে
সোনামাখা স্বপ্ন ফুরিয়ে যাবে।
পূর্ণ চাঁদের আলো কোকিলের কুহু
রয় কি চিরদিন বল
ধরণীর বুক জুড়ে নেমে আসে
আঁধারের আলো
দুদিনের দুনিয়াতে সুখেরি মালা গেঁথে
লাভ কী তবে বল।
গন্ধ ফুলের মালা হাসনাহেনা
ঝরে যায় অবেলায়
নদীর বসন্ত ভাটির টানে
খাঁ খাঁ ঐ বালুকায়
জীবনের খেলাঘরে মরণের তরে
ভেঙে যাবে বল।