![Esho Gaan Kori](https://source.boomplaymusic.com/group10/M00/06/28/753c592c900f4ff891bad2b9931183c5_464_464.jpg)
Esho Gaan Kori Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
গান হোক ভালবাসায়
গান হোক নিরবতায়
গান হোক আনন্দে গান হোক ছন্দে।
গান হোক ভালবাসায়
গান হোক নিরবতায়
গান হোক আনন্দে গান হোক ছন্দে
এসো গান করি
এলোমেলো সুর ধরি
সুরে সুরে একই সাথে রৌদ্রস্নান করি।
এসো গান করি
ভালবেসে পণ করি
তুমি আর আমি মিলে আমাদের পৃথিবী গড়ি
গান হোক মুখোমুখি দাড়িয়ে
গান হোক হাতে হাত জড়িয়ে
গান হোক রাতের আধারে গান হোক সূর্য-সকালে, ভোরের আলোতে
এসো গান করি
এলোমেলো সুর ধরি
সুরে সুরে একই সাথে রৌদ্রস্নান করি।
এসো গান করি
ভালবেসে পণ করি
তুমি আর আমি মিলে আমাদের পৃথিবী গড়ি
গান হোক ভালবাসায়
গান হোক নিরবতায়
গান হোক আনন্দে গান হোক ছন্দে
এসো গান করি
এলোমেলো সুর ধরি
সুরে সুরে একই সাথে রৌদ্রস্নান করি।
এসো গান করি
ভালবেসে পণ করি
তুমি আর আমি মিলে আমাদের পৃথিবী গড়ি