বিহানের গান (A song for Bihaan) Lyrics
- Genre:Kids
- Year of Release:2023
Lyrics
ভোরের সূর্য আজান
কিচিমিচি কিচিমিচি পাখী -দের গান
ছোট্ট পুচকি এক প্রাণ
শুভ জন্মদিন বিহান
বিহান ও বিহান
আমাদের স্বপ্ন আর আশার উজান
ছোট্ট পায়ে ছুটে ছুটে
তুই রইবি কাছে পিঠে
তোর জন্য বাঁধা ভালোবাসার এ গান !
বিহান ও বিহান
দেখলে তোকে ওঠে প্রাণে খুশীর তুফান
তোর হাসি ঝিকিমিকি
এক পশলা বৃষ্টি
মেঘ সরিয়ে সূয্যি মামা
দিয়েছেন মস্ত হামা
সব তোর ই তো সৃষ্টি !
বিহান ও বিহান
থেমে থাকা জীবনে তুই মুশকিল আসান !
বড় তুই হবি যত
কি রে ভুলে যাবি না তো?
কবে গাইব আমরা একসাথে এ গান?
ছোট্ট পুচকি এক প্রাণ
শুভ জন্মদিন বিহান
Happy birthday to you
Happy birthday dear bihaan
Happy birthday to you!
Happy birthday to you
Happy birthday dear puchuram
Happy birthday to you!