Dhaka Shohor Aisha Amar ft. Meher Afroz Shaon Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। (ওরে)
আরে লাল লাল নীল নীল বাতি দেইখ্যা নয়ন জুড়াইছে
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে
মনের আশা ফুরাইছে
তেল ছাড়া বাতি জ্বলে আজব এ শহরে
মাটি ফাইট্টা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে
গরু নাই রে ঘোড়া নাই রে কি জানি কি দিয়া
বড় বড় গাড়িগুলি চলে গড় গড়াইয়া
আরে সেই গাড়িতে চড়তে আমার
(সেই গাড়িতে চড়তে আমার ) ইচ্ছা হইতাছে।।
রেশমি চুড়িই ঢাকাই শাড়ি কিনা দিমু তোরে
ঘর বানাইয়া থাকমু দুজন সাত তালার উপরে
তুই হইলি রে বড় সাহেব আমি হইলাম বিবি
মাঝে মধ্যে আমারে তুই সিনেমা দেখাবি রে
আরে সিনেমারও কথা শুইনা ফুর্তি লাগতাছে।