New In Dhaka ft. MR Rizan & Independent Manam Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2023
Lyrics
এই কাকা থামেন থামেন থামা
আমগো দেন নামাইয়া
আচ্ছা বাবা
ওরে কতো সুন্দর ঢাকার শহর
কতো সুন্দর বাড়ি
আল্লাহয় এতো সুন্দর রাস্তা ঘাট
আর কতো বড় ঘড়ি দেহ ভাই
রং বেরঙের গাড়ি
আমারও মন চাই
একদিন গাড়িতে চড়ি
আহা করার নাই কিছু ছোট্টু
আই দোয়া করি
বানাইছে গরিব মাওলায়
নাই কানা কড়ি আমাগো
বুক ভরা স্বপ্ন স্বপ্ন
কেমনে পুরোন করি
শুধু মাওলায় ছাইলে
দিন আমাগো ঘুড়বো তাড়াতারি
ভাই ঢাকায় বলে টাকা উরে
কয় আমাগো গ্রারামে
ওই খুশিতে ঢাকায় আমি
আইছি টাকার গ্রাণে
আগে ভাবছি ঢাকার মানুষ
কতই থাকে আরামে
এহন দেহি ধুলা উরে
মাথা গুরায় হরেনে
সমস্যা তোর ব্রেনে
জুতার আগে হাটলে
পরে পইড়ে যাবি ড্রেনে