![La Shari Kallah](https://source.boomplaymusic.com/group10/M00/04/13/b5644c6578904c519b79aa2564e0f037_464_464.jpg)
La Shari Kallah Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
আমি যে তোমার পাপী বান্দা
পাপের ঘোরে রোজ থাকি আন্ধা
পাই যে তবু তোমারই রহম
সবই যে তোমার উদার করম
আসমান জমিনের মালিক তুমি
তোমার কদমেই সিজদা চুমি
তুমি ছাড়া নেই কোনো ইলাহ
তুমি লা শারিকাল্লাহ হে আল্লাহ
তুমি লা শারিকাল্লাহ
তোমারই গুণগান শুনি পাখির ঠোঁটে
তোমার কুন শব্দে সবই ঘটে
তোমার গায়েবি মদদে রিজিক জোটে
নিখিল তোমার মানি অকপটে
একযোগে তোমারই নাম হয় ধ্বনিত
নেই কেহ এত জ্ঞানী তোমার মতো
তুমি যে এক, অভিন্ন তা প্রমাণিত
তুমি বিরাজমান সর্বখানে সতত