Moriya Jaimu Re Ekdin Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
মরিয়া যাইমু রে একদিন
মরিয়া যাইমু
এই জগতের মোহ মায়া
ছাড়িয়া যাইমু
মরিয়া যাইমু রে একদিন
মরিয়া যাইমু।
ছাইড়া যাইমু স্ত্রী পুত্র সখের বাড়ি ঘর
আন্ধার ঘরে কেউ তো আমার
পাইব না খবর।
হারাইয়া যাইমু রে একদিন
হারাইয়া যাইমু
মরিয়া যাইমু রে একদিন
মরিয়া যাইমু।
কান্না কাটির পডবে রে ঢল
পাড়া মহল্লায়
কত মানুষ আসবে সেদিন
আমার জানাজায়।
কান্দাইয়া যাইমু রে একদিন
কান্দাইয়া যাইমু
মরিয়া যাইমু রে একদিন
মরিয়া যাইমু।।