![Neel Hobo](https://source.boomplaymusic.com/group10/M00/01/13/3e3cadd583cc491aaf2b6be89baabdf7_464_464.jpg)
Neel Hobo Lyrics
- Genre:Rock
- Year of Release:2021
Lyrics
নীল এখানে জমে থাকে পাঁজর খুড়েই
ভীড় ওখানেই বোকা মনের হিসেব মেলাতেই
ভয় সেখানে জাপটে ধরে বাঁচার আশা ক্ষণিকের
চিড় ধরা রাতের বুকে আড়ি পাতা হাহাকার
খুঁজে ফেরা ভুল পথে কে আমি আমি কার
এবার আমি নীল হবো
নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো
এবার আমি রোদ হবো
মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো
এবার আমি আবার হবো
আজ সেখানে থেমে যাওয়া পথের বাঁকেই
না এভাবে ক্লান্ত পথে দিক হারাবেই
হোক সেভাবেই
কষ্টগুলো মুঠো-পোড়া নিমিষেই
তবু চিড় ধরা রাতের বুকে
আড়ি পাতা হাহাকার
খুঁজে ফেরা কত পথে
কে আমি আমি কার
এবার আমি নীল হবো
নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো
এবার আমি রোদ হবো
মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো
এবার আমি আবার হবো
চিড় ধরা রাতের বুকে
আড়ি পাতা হাহাকার
খুঁজে ফেরা ভুল পথে
কে আমি আমি কার
এবার আমি নীল হবো
নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো
এবার আমি রোদ হবো
মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো
এবার আমি নীল হবো
নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো
এবার আমি রোদ হবো
মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো
এবার আমি